ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চুয়াডাঙ্গায় ৩টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
চুয়াডাঙ্গায় ৩টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বেসরকারিভাবে তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।  

দামুড়হুদা উপজেলায় চারটি ও জীবননগর উপজেলায় একটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয় বৃহস্পতিবার। দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

দামুড়হুদা সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হযরত আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

কার্পাসডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম (আনারস প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

কুড়ুলগাছি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন (মোটর সাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

এদিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসাবুল ইসলাম মিল্টন নির্বাচিত হয়েছেন।  

এসব ইউনিয়নে ভোট পড়েছে ৭৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।