মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী, নয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আটজনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে।
নৌকা প্রতীকের বিজয়ীরা হলেন- ভাগ্যকূলে শাহাদাত কাজী, রাড়িখাল ইউনিয়নে বারেক খান, ষোলঘরে আজিজুল ইসলাম, পাটাভোগে মুন খান ও বাড়ৈখালী ইউনিয়নে ফারুক হোসেন।
শ্রীনগর সদরে তাজুল ইসলাম, তন্তরে আলী আকবর, কোলাপাড়ায় রফিকুল ইসলাম বাবু, বীরতারায় জিল্লুর রহমান, শ্যামসিদ্ধিতে জি এস নাজির, কুকুটিয়ায় বাবুল হোসেন বাবু ও হাসাড়ায় সোলাইমান আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া চশমা প্রতীক নিয়ে আটপাড়ায় ফজলুর রহমান ও টেলিফোন প্রতীক নিয়ে বাঘড়ায় তানজিল চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এসআই