ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুড়িগ্রামের ৭ ইউনিয়নের ৫টিতে হারলো নৌকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
কুড়িগ্রামের ৭ ইউনিয়নের ৫টিতে হারলো নৌকা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে ৩টিতে জাতীয়পার্টি, ২টিতে আওয়ামী লীগ, ১টিতে ইসলামি শাসনতন্ত্র আন্দোলন এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারী ফলাফলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান।

ভূরুঙ্গামারী উপজেলার ৭টি ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন- চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মানিক উদ্দিন (হাত পাখা), নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক রোকন (নৌকা)।
তিলাই ইউনিয়নে বিজয়ী কামরুজ্জামান (নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী ফরিদুল হক শাহিন (ঘোড়া)। বঙ্গসোনাহাট ইউনিয়নে বিজয়ী মাইনুল ইসলাম লিটন (নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী মোল্লা (লাঙল)। আন্ধারিঝাড় ইউনিয়নে বিজয়ী জাবেদ আলী মন্ডল (লাঙল), নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল হক (নৌকা)।

জয়মনিরহাট ইউনিয়নের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ (মোটরসাইকেল), নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল খন্দকার স্বতন্ত্র। বলদিয়া ইউনিয়নে বিজয়ী মোজাম্মেল হক বেপারী (লাঙল), নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান। পাইকের ছড়া ইউনিয়নে বিজয়ী আব্দুর রাজ্জাক সরকার (লাঙল), নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন (নৌকা)।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।