ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আদিতমারীতে ৬টিতে আ.লীগ, ২টিতে স্বতন্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আদিতমারীতে ৬টিতে আ.লীগ, ২টিতে স্বতন্ত্র

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৬ জন ও স্বতন্ত্র ২ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা যায়, উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে ৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২ জন বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মহিষখোচা ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে ৬ হাজার ৩৮৯ ভোট পেয়ে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক হোসেন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মমতাজ উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫৩ ভোট।

ভাদাই ইউনিয়নে নৌকা প্রতীকে ৬ হাজার ৫৯০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কৃষ্ণকান্ত রায় বিদুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকনুজ্জামান রোকন আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২২২ ভোট।

সারপুকুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৫২৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী হুমায়ুন কবির। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকে আজিজুল ইসলাম প্রধান পেয়েছেন ৪ হাজার ৫৭৮ ভোট।

কমলাবাড়ি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে ৬ হাজার ৩১৭ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মাহমুদ ওমর চিশতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঃশাঃ আন্দোলনের প্রার্থী আলাল উদ্দিন আলাল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭২৩ ভোট।

পলাশী ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আলাউল ইসলাম ফাতেমী পাভেল ঘোড়া প্রতীকে   ৫ হাজার ৮৭৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জেলা স্বচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া মো. ইউনুস মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫২৪ ভোট।

সাপ্টিবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুস সোহরাব নৌকা প্রতীকে ৬ হাজার ৯৩৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৪ হাজার ৪৪৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাতপাখা প্রতীকের শামছুদ্দিন আহমেদ।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে ৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে ষষ্ঠ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ আলী। ৭ হাজার ১৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাতপাখা প্রতীকের আজহারুল ইসলাম।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে ৬ হাজার ১৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত আসাদুজ্জামান ভুট্টা নান্নু। ৩ হাজার ৫৬৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সালেকুজ্জামান প্রামানিক।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।