ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাগুরার ১০টির ৭টিতে আ.লীগের বিজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
মাগুরার ১০টির ৭টিতে আ.লীগের বিজয়

মাগুরা: মাগুরা সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনে ৭ টিতে আওয়ামী লীগ  ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী জয়ী হয়েছেন। ১৩টি ইউনিয়নের মধ্যে অপর তিনটি ইউনিয়নে আগেই নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কেন্দ্র ঘোষিত বেসরকারি ফলাফল ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আব্দুল মান্নানের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যানরা হচ্ছেন রাঘবদাইড় ইউনিয়নে আশরাফুল আলম বাবুল ফকির, মঘি ইউনিয়নে হাচনা হেনা, জগদল ইউনিয়নে সৈয়দ রফিকুল ইসলাম, গোপালগ্রাম ইউনিয়নে অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলন, চাউলিয়া ইউনিয়নে হাফিজার রহমান, কছুন্দি ইউনিয়নে আবুল কাশেম মোল্যা, আঠারোখাদা ইউনিয়নে সঞ্জিবন বিশ্বাস। আওয়ামীলীগের বিদ্রোহী বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন বেরইল পলিতা ইউনিয়নে এনামুল হক রাজা ও কুচিয়ামোড়া ইউনিয়নে জাহিদুর রহমান টিপু।  

শত্রুজিৎপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি মওলানা ওসমান গণি। প্রতিদ্বন্দ্বী থাকায় অপর তিন ইউনিয়নে হাজরাপুরে কবির হোসেন, হাজিপুর ইউনিয়নে মোজাহারুল ইসলাম ও বগিয়া ইউপিতে মীর রওনোক হোসেন আগেই চেয়ারম্যান নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।