ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জুড়ীর ৫ ইউনিয়নের ৪টিতে হেরেছে নৌকা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
জুড়ীর ৫ ইউনিয়নের ৪টিতে হেরেছে নৌকা ...

মৌলভীবাজার: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ ইউনিয়নের ৪টিতেই বিজয় পেয়েছেন ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থীরা, বাকি একজন নৌকার প্রার্থী। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৫টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের (নৌকা) মধ্যে একটি ইউনিয়নে বিজয় লাভ করেছে নৌকা।

বাকি চারটি ইউনিয়নেই পাশ করেছেন আওয়ামী লীগ বিদ্রোহী ও বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলে। এর মধ্যে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জুড়ীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা জয়ী হলেন তারা হলেন

সাগরনাল ইউনিয়ন: জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুল নুর। তিনি নৌকা প্রতীক নিয়ে ৭১৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের এমদাদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৫২২৭। সাগরনাল ইউনিয়নে‌ মনোনয়ন জমা দিয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল নূর, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, শাহীন আহমদ রুলন।

পূর্বজুড়ী: পূর্বজুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র রুয়েল উদ্দিন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৪৭৫৬ ভোট পেয়ে নির্বাচিত হছেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের সালেহ উদ্দিন আহমদ পেয়েছেন ৩০৮৮ ভোট। পূর্বজুড়ী ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছিলেন নৌকার প্রার্থী আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দীন আহমদ, ওবায়দুল ইসলাম রুহেল, জাবের উদ্দিন।

পশ্চিমজুড়ি: পশ্চিমজুড়ী ইউনিয়নে নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। আনফর আলী ৪৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শ্রীকান্ত দাশ পেয়েছেন ৩৯৩৮ ভোট। পশ্চিমজুড়ী ইউনিয়নে নির্বাচনে লড়েছেন নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, মামুনুর রশীদ, হেলাল উদ্দিন। তাদের মধ্যে বিদ্রোহী প্রার্থী আনফর আলী ঘোড়া প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।

জায়ফরনগর ইউনিয়ন: জুড়ীর জায়ফরনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুম রেজা আবারও বিজয় লাভ করেছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। মাসুম রেজা পেয়েছেন ৯৪৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ৮০১০ ভোট। নৌকা প্রতীকের মো. জায়েদ আনোয়ার পেয়েছেন ৩০৭১ ভোট। জায়ফরনগরে মাসুম রেজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুহেল আহমেদ ও অপর স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান।

গোয়ালবাড়ী: জুড়ীর গোয়ালবাড়ীতেও স্বতন্ত্র প্রার্থীর জয়। ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম ৫৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শাহাব উদ্দিন আহমদ পেয়েছেন ৩৫০৩ ভোট, মো. মোশতাক খান চশমা প্রতীক নিয়ে পান ১৩৯৯ ভোট, মো. সবুজ মিয়া ঢোল প্রতীক নিয়ে পান ৯৫৬ ভোট, সোহেল আহমদ রজনীগন্ধা প্রতীক নিয়ে পান ৫৫ ভোট ও ওয়াছির উদ্দিন আনারস প্রতীক নিয়ে পান ৪৩ ভোট। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম, মোস্তাক খান, মো. সবুজ মিয়া, ওয়াছির উদ্দিন আহমেদ, সুহেল আহমেদ।

জুড়ীতে দ্বিতীয় ধাপে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য ২০২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৫২ জনসহ মোট ২৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯২ হাজার ৮ শত ৮১ জন। ভোট কেন্দ্র রয়েছে ৪৯টি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।