ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মেম্বার হলেন বিদেশি বধূ! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
মেম্বার হলেন বিদেশি বধূ!  জিন ক্যাটামিন ও জুলহাস

সারা দেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই নির্বাচনে জয়লাভ করেন জিন ক্যাটামিন (জেসমিন)।

 

ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা মাইক প্রতীক নিয়ে বাধাকানাই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে চার হাজার ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একজন বিদেশি নারী হয়েও ভালোবেসে সবার মন জয় করেছেন তিনি।  

জানা যায়, সিঙ্গাপুরের প্রবাসজীবনে থাকার সময় ফিলিপাইনের নারী জিন ক্যাটামিন প্রেট্রিয়াকার সঙ্গে পরিচয় হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়নের দবরদস্থা গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার। সেই থেকে তাদের প্রেম। পরে পরিণয়।

২০১০ সালে সুদূর ফিলিপাইনে গিয়ে জিন ক্যাটামিনাকে বিয়ে করেন জুলহাস। ধর্মান্তরিত হয়ে জিন ক্যাটামিন ইসলাম ধর্মে দীক্ষিত হন। জিন ক্যাটামিন প্রেট্রিয়াকা থেকে তার নাম হয় জেসমিন আক্তার। এক পর্যায়ে জেসমিন বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যান। ১১ বছর তাদের দাম্পত্যজীবন। এখন এক ছেলে ও এক মেয়ে আছে এই দম্পতির।

এলাকাবাসী জানান, বাংলাদেশে এসে স্বামী, পরিবার ও আশপাশের মানুষকে আপন করে নিয়েছেন এই জেসমিন। ভোটাররাও তাই ভালোবেসে তাকেই নির্বাচিত করেছেন।  

নারীদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করতে চান তিনি। এ দেশের মানুষের সঙ্গে থাকতে থাকেত পোশাকে,চলাফেরায় সবার মতোই হয়ে উঠেছেন জেসমিন। তবে তার দুঃখ বাংলা ভাষাটা এখনো পুরোপুরি শিখে উঠতে পারেননি তিনি।  

জুলহাস জানান, একজন বিদেশিনীর সঙ্গে সংসার টেকে কি-না, তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। কিন্তু সবার ভালোবাসায় সেই আশঙ্কা দূর হয়েছে। জেসমিনও সবাইকে আপন করে নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ