হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্সে আগুন দিয়ে সবগুলো ব্যালট পুড়িয়ে ফেলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়।
শনিবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম।
এর আগে শুক্রবার (১২ নভেম্বর) রাতে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. আব্দুল জব্বার আজমিরীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
আসামি গ্রেফতারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ওসি মো. নূরুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জুলসুখা ইউনিয়নের দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ভোট গননা করা হচ্ছিল। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়েজ মিয়া কেন্দ্রের সামনে এসে চিৎকার শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রোকসানা আক্তার শিখার সমর্থকদের সঙ্গে ফয়েজের লোকজনের সংঘর্ষ হয়। তখন ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ সময় দুইপক্ষে কয়েকজন আহত হয়েছেন। বেশকিছু স্থাপনাও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ৭৭৪টি ভোটের সবগুলো ব্যালট পুড়ে ছাই হয়ে গেলে ফলাফল স্থগিত করা হয়।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এমআরএ