ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাবি শিক্ষার্থী চিশতী এখন ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
রাবি শিক্ষার্থী চিশতী এখন ইউপি চেয়ারম্যান

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কমলাবাড়ী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাস্টার্সের শিক্ষার্থী মাহমুদ ওমর চিশতী। মাত্র ২৫ বছর ১ মাস ১ দিন বয়সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অবাক করেছেন চিশতী।

তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ও লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাহমুদ ওমর চিশতী ৬ হাজার ৩১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আলাল (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৭২৩ ভোট।

১৯৯৬ সালে জন্মগ্রহণ করা মাহমুদ ওমর চিশতী ২০১৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ২০১৫ সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি ও ২০১৯ সালে রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক পাস করেন। তিনি এখন রাবির একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

জানা যায়, তার বাবা বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম সুরুজ ছিলেন কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ২০০৩ সালের ২২ ডিসেম্বর নিজ বাড়ির পাশেই দুর্বৃত্তদের হাতে নিহত হন। পরে তার চাচা আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া চিশতীর বড় ভাই ফারুক ইমরুল কায়েস আদিতমারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।

মাহমুদ ওমর চিশতী প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। প্রথম দফায় সেখানে অন্য এক প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু হাল ছাড়েননি তিনি। নিজেকে যোগ্য প্রমাণের জন্য দলের সঙ্গে কথা বলে শেষে দলীয় মনোনয়ন পান তিনি।

মাহমুদ ওমর চিশতী বলেন, দলীয় কোন্দলের কারণে প্রথমে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। পরে যোগ্য মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেন। যেটি আমার জন্য অনেক বড় প্রাপ্তির। এছাড়া সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ মনোনয়ন পেতে অনেক সহযোগিতা করেছেন। তাকেও ধন্যবাদ জানাই। আমার বাবা-চাচা থেকে ধারাবাহিকভাবে ইউনিয়নের মানুষের সেবা করে আসছি। মানুষের প্রতি যে দায়, তা পূরণ করতে নিজেকে নিয়োজিত রাখব।

আদিতমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, আমার জানামতে উপজেলায় মাহমুদ ওমর চিশতী কম বয়সের একজন চেয়ারম্যান। তবে সারা দেশে তিনিই কম বয়সী কি না, সেটা তার জানা নেই।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।