ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাগুরায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
মাগুরায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

জানতে চাইলে  মহম্মদপুর উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদ  নির্বাচনে আ.লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর হয়েছে বলে খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর পলাশবাড়িয়াসহ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পলাশবাড়িয়া ইউনিয়নে আ.লীগের আলাউদ্দিন  ছাড়াও সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, অ্যাড. মনিরুল ইসলাম মুকুল ও সৈয়দ সেকেন্দার আলী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আ.লীগের প্রার্থী আলাউদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ডাঙ্গাপাড়া বাজারের ওই নির্বাচনী কার্যালয়ে তার নেতা-কর্মীরা বসে ছিলেন। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলামের সমর্থক ২০-২৫ জন মিছিল নিয়ে এসে আনারস মার্কার স্লোগান দিয়ে হামলা করে কার্যালয়টি ভেঙে ফেলে।

তিনি আরও জানান, হামলাকারীরা অফিসে টাঙানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে মাটিতে ফেলে দেন। অফিসের আসবাবপত্র ভেঙে  ফেলে। এ সময়, তাদের হামলায় বাদশা (৫২) ও অহিদুল (৩৫) আহত হন। এ ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করবেন।

এদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম ওই হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাকে হেয় করার জন্য এ অভিযোগ করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে  আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও বিদ্রোহী, স্বতন্ত্র ও বিএনপির নেতারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহম্মপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আগামী ২৮ নভেম্বর মহম্মদপুর উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন প্রতিটি ইউনিয়নে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত। উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে- এমন খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময় : ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ