ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উন্মুক্ত থাকছে ইউপি নির্বাচন, থাকছে না নৌকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
উন্মুক্ত থাকছে ইউপি নির্বাচন, থাকছে না নৌকা!

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে উন্মুক্ত থাকছে নির্বাচন। নৌকা প্রতীক নিয়ে এখানে কেউ নির্বাচন করছেন না।

চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী ওই সাত ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রার্থীদের নিয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  জামালপুর জেলা আওয়ামী লীগের নেতারা সম্মতি জানালে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত উপনীত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবক কৃঞ্চ সাহা।  

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনে মাদারগঞ্জের সাতটি ইউনিয়নে নির্বাচন উন্মুক্ত থাকবে। এতে কোনো নৌকা প্রতীক থাকবে না। তবে জেলার সরিষাবাড়ী উপজেলায় কোনো সিদ্ধান্ত হয়নি।

আগামী ২৩ ডিসেম্বর মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া, পুনারীতলা, আদারভিটা, সিধুলী, চরপাকেরদহ, বালিজুড়ী, জোড়খালী ও সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া, পোগলদিঘা, ডোয়াইল, আগুনা, ভাটারা, কামরাবাদ ও মহাদান ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ দলীয় প্রতীকবিহীন নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ