ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৮ ইউপি পেল নারী চেয়ারম্যান

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
১৮ ইউপি পেল নারী চেয়ারম্যান

ঢাকা: দুই ধাপের ১ হাজার ২০৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন নারী জয় পেয়েছেন। এদের মধ্যে পাঁচজন জয়ী হয়েছেন স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার দেওয়ার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।  

প্রথম ধাপের প্রথম অংশে ২০ জুন অনুষ্ঠিত ২০৪টি ইউপি নির্বাচনে সাতজন এবং দ্বিতীয় অংশে ২০ সেপ্টেম্বরের ভোটে দুইজন এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিত ৮৩৯টি ইউপি নির্বাচনে নয়জন নারী প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। ২ নভেম্বর পাঁচটি ইউপিতে ভোট হলেও কোনো নারী প্রার্থী জয়লাভ করেনি।

ইউপিতে নারী চেয়ারম্যান যারা:

বাগেরহাটের মোরেলগঞ্জের তেলিগাতী ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের মোরশেদা আক্তার ৩ হাজার ৫২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

কলারোয়ার জয়নগরে বিশাখা সাহা স্বতন্ত্র থেকে ২ হাজার ৭০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

মোছা. মাফিয়া আকতার স্বতন্ত্র থেকে ৮ হাজার ৭২৪ ভোট পেয়ে রংপুরের পীরগঞ্জের বড় দরগা ইউপিতে জয় পেয়েছেন।

নওগাঁর সদর উপজেলার বোয়ালিয়া ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৬৩৩ ভোটে জয় লাভ করেছেন মোছা. আলফাতুন নেছা।

মাগুরা সদরের মঘী ইউপিতে আওয়ামী লীগের হাচনা হেনা ৮ হাজার ৮৮৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

পটুয়াখালী সদরের বদরপুর ইউপিতে আওয়ামী লীগ থেকে তানজিন নাহার সোনিয়া ৬ হাজার ৯৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

শেরপুর সদরের ভাতশালা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নাজমুন নাহার ১০ হাজার ৭০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

টাঙ্গাইলের দেলদুয়ারের দেউলী ইউপিতে দেওয়ান  তাহমিনা আওয়ামী লীগ থেকে ৩ হাজার ৫১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউপিতে স্বতন্ত্র থেকে মৌসুমী হক সুলতানা ৫ হাজার ৪০২ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নাসিরনগর ইউপিতে পুতুল রানী দাস বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ৪ হাজার ৮৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

কক্সবাজারের রামুর দক্ষিণমিঠাছড়ি ইউপতে খোদসেতা বেগম রীনা আওয়ামী লীগ থেকে ৫ হাজার ৯১৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নে মনোয়ারা বেগম স্বতন্ত্র থেকে ২ হাজার ৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বরিশাল সদরের টঙ্গিবাড়িয়ার স্বতন্ত্র থেকে নাদিরা রহমান ৫ হাজার ৫৪ ভোট পেয়েছে জয়লাভ করেছেন।

বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বেবী রাণী দাস ১০ হাজার ২২২ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

ঝালকাঠির রাজাপুর উপেজলার শুক্তগগের বিউটি শিকদার আওয়ামী লীগ থেকে ৭ হাজার ৮১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নলসিটি উপজেলার সিদ্ধকাঠি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জেসমিন আক্তার ৬ হাজার ৩৯১ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়ায় আওয়ামী লীগের প্রার্থী শারমিন জাহান ৬ হাজার ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বরগুনা জেলার আমতলির আড়পাঙ্গাশিয়া ইউপিতে আওয়ামী লীগের সোহেলী পারভীন ৪ হাজার ৮৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
ইইউডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ