ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রামুর ৬ নম্বর ওয়ার্ডে পুনঃভোট ২৪ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
রামুর ৬ নম্বর ওয়ার্ডে পুনঃভোট ২৪ নভেম্বর ...

কক্সবাজার: ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী যৌথভাবে সমান ভোট পাওয়ায় আগামী ২৪ নভেম্বর পুনঃভোট গ্রহণ অনুষ্ঠানের নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।  

জানা গেছে, ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এই ওয়ার্ডে মফিজুর রহমান (বৈদ্যুতিক পাখা) এবং সুলতান আহমদ (টিউবওয়েল) দুই জনই ৩৮০ ভোট করে পান।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহফুজুল ইসলাম জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)  নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৪১ এর উপবিধি (৬) অনুযায়ী সমভোট পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে  পুনঃনির্বাচনের কথা বলা আছে। সে অনুযায়ী ওয়ার্ডে আগামী ২৪ নভেম্বর পুনঃভোট গ্রহণ সম্পন্ন করার নির্দেশনা জারি করেছেন নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।