ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লোহাগড়ায় ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
লোহাগড়ায় ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

নড়াইল: ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত হয়েছে বলে নড়াইল আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে।

লোহাগড়া উপজেলার ১২ ইউপিতে যারা নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন তারা হলেন- ১ নম্বর নলদী ইউনিয়নে মো. আবুল কালাম আজাদ পাখি, ২ নম্বর লাহুড়িয়া ইউনিয়নে মোসা. ফাতেমা খানম, ৩ নম্বর শালনগর ইউনিয়নে মো. লাবু মিয়া, ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নে মুন্সি জোসেফ হোসেন, ৫ নম্বর লক্ষীপাশা ইউনিয়নে কাজী বনি আমিন, ৬ নম্বর জয়পুর ইউনিয়নে সাইফুল ইসলাম সুমন, ৭ নম্বর লোহাগড়া ইউনিয়নে নাজমিন বেগম, ৮ নম্বর দিঘলিয়া ইউনিয়নে নীনা ইয়াসমিন, ৯ নম্বর মল্লিকপুর ইউনিয়নে শাহিদুর রহমান শহীদ, ১০ নম্বর কোটাখোল ইউনিয়নে হাচান আল মামুন, ১১ নম্বর ইতনা ইউনিয়নে শেখ সিয়ানুক রহমান এবং ১২ নম্বর কাশিপুর ইউনিয়নে শেখ মো. মতিয়ার রহমান।

গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। নৌকা প্রতীকে মনোনয়ন পেতে লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নে মোট ৯৩ জন আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। আগামী ২৩ ডিসেম্বর ওই সকল ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।