নীলফামারী: নীলফামারী পৌরসভার ৪৯ বছরের ইতিহাসে এবারই প্রথম ওয়ার্ড কাউন্সিলর হিসেবে একজন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলতি বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন ঘিরে তিন নম্বর ওয়ার্ডের পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন তিনি।
পারভীন আক্তার ওরফে বাসনা গাজর প্রতীকে অংশ নিচ্ছেন এই ওয়ার্ডে। নিজস্ব কর্মীর পাশাপাশি স্বামী ইয়াসিন আহমেদকে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নীলফামারী পৌরসভা নির্বাচনে পুরুষের ভিড়ে নারী প্রার্থীর অংশগ্রহণ বেশ সাড়া ফেলেছে ওয়ার্ডে। স্থানীয়রাও আলোচনা করছেন তাকে নিয়ে। তবে, প্রার্থীর টার্গেট নারী ভোটারের নিয়ে। তাদের কাছে টানতে পারলে জয় নিশ্চিত বলে মনে করেন তিনি।
পারভীন আক্তার বলেন, আমার জানা মতে কখনো কোন নারী প্রার্থী পৌরসভা নির্বাচনে অংশ নেননি। নারীদের ধৈর্য রয়েছে, সংসার চালায়। জনগণকে নিয়ে আমরা নারীরাও কাজ করি। সেই অভিজ্ঞতা রয়েছে। সামাজিক অনেক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে পাশাপাশি পোশাক কারখানা, বিউটি পার্লার ব্যবসায়ী হিসেবে অভিজ্ঞতা রয়েছে অনেক। আমি ব্যাপক সাড়া পাচ্ছি।
নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় বাসনার নির্বাচনে অংশগ্রহণ আরও অনেক দূর এগিয়ে নেবে।
রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী হিসেবে পারভীন আক্তার রয়েছেন। তিনি গাজর প্রতীকে অংশ নিচ্ছেন।
তিনি বলেন, ওয়ার্ডে ৪ হাজার ৮৩৮ জন ভোটার রয়েছেন।
নীলফামারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ২২ জন এবং সাধারণ ওয়ার্ডে ৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এএটি