ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চতুর্থ ধাপের ইউপি ভোট ৩ দিন পেছালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
চতুর্থ ধাপের ইউপি ভোট ৩ দিন পেছালো

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ তিনদিন পেছানোর সিন্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি জানিয়েছেন।  

তিনি বলেন, ২৩ ডিসেম্বর এইচএসসির গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা রয়েছে। মন্ত্রণালয়ের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে অন্যান্য তারিখ ঠিক রেখে কেবল ভোটের তারিখ পেছানো হবে।

ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানান, বুধবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি হতে পারে।

চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে ভোটগ্রহণ হবে। এই ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ইইউডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।