ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বদলগাছীতে জাল ভোট দেওয়ার সময় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
বদলগাছীতে জাল ভোট দেওয়ার সময় যুবক আটক জাল ভোট দেওয়ার সময় আটক শামীম

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় শামীম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর ভোট কেন্দ্রে থেকে তাকে আটক করা হয়।

শামীম ওই উপজেলার রহিমপুর গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে।

রহিমপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোসারফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, দুপুরের কিছু পর ওই যুবকসহ বেশ কিছু লোকজন কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার নিয়ে জাল ভোট দেওয়া শুরু করেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে জানানো হয়। পরে পুলিশ কেন্দ্রে এলে তারা পালিয়ে যাওয়ায় সময় শামীম নামে ওই যুবককে আটক করে পুলিশ। এ ঘটনায় সাময়িকভাবে ভোটগ্রহণ কিছুটা সময় বন্ধ ছিল। তবে কিছু সময় পর থেকে সুন্দর পরিবেশ ভোট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।