ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফল ঘোষণার পর ব্যালট ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
ফল ঘোষণার পর ব্যালট ছিনতাই

হবিগঞ্জ: হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি কেন্দ্রে ফল ঘোষণার পর ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রায় হাজার দেড়েক লোক মিলে ব্যালট পেপারগুলো ছিনিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবেই বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। সন্ধ্যায় ফল ঘোষণার পর এক থেকে দেড় হাজার লোক এসে কেন্দ্রটিতে হামলা চালান। এ সময় তারা কেন্দ্রের সব ব্যালট ছিনিয়ে নেন।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দীনেশের বরাত দিয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বাংলানিউজকে বলেন, ফলাফল ঘোষণার পর শিটে স্বাক্ষর করা শেষ হলে একদল লোক এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তারা সব ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছেন। এ বিষয়ে মামলা দায়ের হবে।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।