ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুনামগঞ্জে একটিতেও জিততে পারলেন না নৌকার প্রার্থী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
সুনামগঞ্জে একটিতেও জিততে পারলেন না নৌকার প্রার্থী 

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) একটিতেও জিততে পারেননি আওয়ামী লীগের প্রার্থী। সেখানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা।

 

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে একযোগে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।  

ভোটের ফলাফল বাংলানিউজকে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার রায়।  

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণ শ্রী ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আব্দুল ওয়াদুদ আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৯৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মান্নান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২১৪ ভোট। এছাড়া তরুণ স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আলম মহিম তালুকদার পেয়েছেন ২ হাজার ২২ ভোট।  

মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী নূরুল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩ হাজার ৪২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১৩৩ ভোট।  

জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টির পার্থী রশিদ আহম্মেদ লাঙ্গল প্রতীক নিয়ে ৫ হাজার ৮৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহীপ্রার্থী আব্দুল কাদির আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৯৪ ভোট।

মোহনপুর ইউপি চেয়ারম্যান পদে আওয়ালীগের বিদ্রোহী প্রার্থী মো. মইন উল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩ হাজার ১৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শীতেশ তালুকদার মঞ্জু নৌকা প্রতীকে ৩ হাজার ৩০ ভোট পেয়েছেন।  

গৌরারং ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী শওকত আলী ৬ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) শহীদুল ইসলাম অটোরিকশা প্রতীকে ৪ হাজার ৮৬৭ ভোট পেয়েছে।

কুরবাননগর ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. শামস্ উদ্দিন নৌকা প্রতীকে ২ হাজার ৯২১ ভোট পেয়েছেন।  

সুরমা ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা ৫ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামসুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে  পেয়েছেন ৪ হাজার ১১০ ভোট।

রঙ্গারচর ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) আব্দুল হাই মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. ফয়জুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে ৪ হাজার ২০২ ভোট পেয়েছেন।

কাঠরই ইউপি চেয়ারম্যান পদে জমিয়তুল উলামায়ে ইসলামের প্রার্থী শামসুল ইসলাম খেজুর গাছ প্রতীক নিয়ে ১ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ফারুক মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে ১ হাজার ৭৩৯ ভোট পেয়েছেন।   

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।