ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনার ৫টিতে আ'লীগ, ২টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
খুলনার ৫টিতে আ'লীগ, ২টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী ...

খুলনা: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার রূপসা ও তেরখাদা উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নগুলোর মধ্যে চেয়ারম্যান পদের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে রোববার (২৮ নভেম্বর) রাতে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়।

তেরখাদা ও রূপসা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তেরখাদা সদরে আওয়ামী লীগের এফ এম অহিদুজ্জামান (নৌকা), মধুপুর ইউনিয়নে আওয়ামী লীগের শেখ মো. মোহসিন (নৌকা), ছাগলাদাহ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এস এম দ্বীন ইসলাম (আনারস), বারাসাত ইউনিয়নে আওয়ামী লীগের কে এম আলমগীর হোসেন(নৌকা), আজগড়া ইউনিয়নে আওয়ামী লীগের কৃষ্ণ মেনন রায় (নৌকা) ও সাচিয়াদাহ ইউনিয়নে আওয়ামী লীগের বুলবুল আহমেদ (নৌকা) এবং রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ওয়াহিদুজ্জামান মোল্লা (আনারস) বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৯৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ