কক্সবাজার: কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এমএ মনজুর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
ডালিম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট।
ওই ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা কাজী মোর্শেদ আহমদ বাবুর মৃত্যুতে পদটি শূণ্য হলে রোববার (২৮ নভেম্বর) উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
দুটি ভোটকেন্দ্রে ১৪টি বুথের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মাঝে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান ভোটারেরা।
উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে এমএ মনজুর বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। প্রয়াত ওয়ার্ড কাউন্সিলর বাবুর বড় ভাই কাজী মোস্তাক আহমদ শামীম (পাঞ্জাবি), জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এম এ মনজুর (ডালিম), সাবেক ছাত্রলীগ নেতা আনসারুল করিম (ব্ল্যাকবোর্ড), শহীদুল ইসলাম শহীদ (উটপাখি) ও সোহেল আরমান (ব্রিজ) প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এসবি/জেএইচটি