ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নিজ কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী পে‌লেন ৬ ভোট!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
নিজ কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী পে‌লেন ৬ ভোট! ...

টাঙ্গাইল: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌ ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন (গামছা প্রতীক) একটি কে‌ন্দ্রে এক ভোট পে‌য়ে‌ছেন।

রোববার (২৮ নভেম্বর) উপজেলার সল্লা ইউ‌নিয়‌নের দেউপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কে‌ন্দ্রে গামছা প্রতী‌কে ফারুক হো‌সেন এক ভোট পান।

এতে ওই প্রার্থী তার জামানত হারাবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন নির্বাচন কর্মকর্তা। এছাড়া ফারুক হোসেনের নিজ গ্রাম আনা‌লিয়াবা‌ড়ি কে‌ন্দ্রেও ভোট পান ৬‌টি।

সল্লা ইউ‌নিয়‌নের নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন জানান, গামছা প্রতী‌কে চেয়ারম্যার প্রার্থী ফারুক হোসেন মোট ৩৫টি ভোট পেয়েছেন।

প্রার্থী ফারুক হো‌সেন জানান, গত ১৫ ন‌ভেম্বর অনানুষ্ঠা‌নিকভা‌বে নির্বাচন থে‌কে স‌রে দাঁড়িয়ে‌ছেন তিনি। পোস্টার ছাপা‌নো হ‌লেও তা কোনো জায়গায় লাগা‌নো হয়‌নি। ভো‌টের মা‌ঠেও ছিলেন না তাই হয়ত কোনো কোনো কে‌ন্দ্রে ক‌য়েক‌টি ভোট প‌ড়ে‌ছে। এছাড়া গামছা প্রতী‌কে যে ভোট প‌ড়ে‌ছে তা হয়ত কেউ ভাল‌বে‌সে দি‌য়ে‌ছেন।

কা‌লিহাতী উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, এক‌টি ইউ‌নিয়‌নের কা‌স্টিং ভো‌টের শতকরা ১২ শতাংশ ভোট না পে‌লে ওই প্রার্থীর জামানত বা‌তিল হ‌বে। সল্লা ইউ‌নিয়‌নে নৌকা প্রার্থী বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছে। গামছা প্রতী‌কে ক‌য়েক‌টি ভোট প‌ড়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ