ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বড়লেখা উপজেলায় ১০টির মধ্যে ৫টিতে আ’লীগ জয়ী

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
বড়লেখা উপজেলায় ১০টির মধ্যে ৫টিতে আ’লীগ জয়ী বড়লেখা ইউপি নির্বাচনে বিজয়ী যারা।

মৌলভীবাজার: তৃতীয় ধাপে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দশটি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে। বাকি পাঁচটির মধ্যে তিনটিতে বিদ্রোহী প্রার্থী, দুটিতে (একটি বিএনপি) স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

গণনা শেষে রাত ১২টার পর উপজেলার দশটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলার বর্ণি ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়নাল আবেদীন আনারস প্রতীকে ৩ হাজার ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শামীম আহমদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৩৮ ভোট।

দাসেরবাজার ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী স্বপন কুমার চক্রবর্তী আনারস প্রতীকে ৩ হাজার ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট।

নিজবাহাদুরপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ময়নুল হক নৌকা প্রতীকে ৫ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আলাল উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।

উত্তর শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী রফিক উদ্দিন নৌকা প্রতীকে ৫ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতাউর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৮২ ভোট।

দক্ষিণ শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নাহিদ আহমদ বাবলু নৌকা প্রতীকে ৫ হাজার ৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আব্দুল কুদ্দুছ স্বপন আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫১০ ভোট।

বড়লেখা সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ছালেহ আহমদ জুয়েল নৌকা প্রতীকে ৭ হাজার ৬৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সিরাজ উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫১৫ ভোট।

তালিমপুর ইউপিতে আওয়ামী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এখলাছুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বিদ্যুৎ কান্তি দাস নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৯১ ভোট।

উপজেলার ১০ ইউপিতে রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬৭৭৮৬। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৩ হাজার ৯৮৭ ও নারী ভোটার সংখ্যা ৮৩ হাজাএ ৭৯৯।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ