ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আবারও চেয়ারম্যান হলেন মামা-ভাগ্নে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
আবারও চেয়ারম্যান হলেন মামা-ভাগ্নে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার প্রতিবেশী দুই ইউনিয়নে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আপন মামা ও ভাগ্নে। তারা আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক পেয়ে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

তারা হলেন, বাঙ্গালা ইউনিয়নে সোহেল রানা সোহেল ও তার আপন ভাগ্নে রামকৃষ্ণপুর ইউনিয়নে রফিকুল ইসলাম হিরো।

উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাসুদ রানা বাংলানিউজকে জানান, বাঙ্গালা ইউনিয়নে সোহেল রানা সোহেল ৯ হাজার ৭১৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আবু হানিফ (মোটরসাইকেল) পেয়েছেন ৫ হাজার ৭১৪ ভোট।  সোহেল রানা ৪ হাজার ৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।  

অপরদিকে, রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনজেল হক সাগর (ঘোড়া) পেয়েছেন ৬৫১১ ভোট। রফিকুল ইসলাম ৪ হাজার ৬৯ ভোটে বিজয়ী হয়েছেন।  

বাঙ্গালা ইউনিয়নে পুননির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা বলেন, রফিকুল ইসলাম হিরো রামকৃষ্ণপুর ইউনিয়নে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আমার আপন ভাগ্নে। আমরা দুজনেই আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছি।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ইউপি নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ দুই মামা-ভাগ্নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৫১, নভেম্বর ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ