ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বেলকুচিতে ৪টিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
বেলকুচিতে ৪টিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

সিরাজগঞ্জ: তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছয় ইউপির চারটিতে নৌকা ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।  

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার মো. রায়হান কুদ্দুস বাংলানিউজকে এ ফলাফল জানান।

 

ফলাফলে জানা যায়, আনারস প্রতীক নিয়ে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন ১২ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  আওয়ামী লীগের প্রার্থী জিল্লুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ৬১৪ ভোট। রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ  ১৪ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ৭৮০ ভোট। বড়ধুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আছির উদ্দিন চার হাজার ২৪৬ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহম্মেদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৮৫৮ ভোট। ভাঙ্গাবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে আট হাজার ৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন পেয়েছেন ৫৯১৭ ভোট।  

এ উপজেলার অপর দুই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তারা হলেন দৌলতপুরে আশিকুর রহমান লাজুক বিশ্বাস ও বেলকুচি সদরে মির্জা সোলায়মান।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।