ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীকুণ্ডা ইউপিতে সাবেক ভূমিমন্ত্রীর ভাই নির্বাচিত

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
লক্ষ্মীকুণ্ডা ইউপিতে সাবেক ভূমিমন্ত্রীর ভাই নির্বাচিত

পাবনা (ঈশ্বরদী): পাবনা ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ভাই আনিছুর রহমান শরীফ। তিনি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নৌকা প্রতীক নিয়ে আনিছুর রহমান শরীফ পেয়েছেন ৭ হাজার ২৬৮ ভোট, আনারস প্রতীক নিয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আনিসুল হক মোল্লা পেয়েছেন ৬ হাজার ৫৯০ ভোট।  

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর গণনা শেষে ঈশ্বরদী উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।