ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঘাটাইলে নৌকা প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
ঘাটাইলে নৌকা প্রার্থীর মনোনয়ন বাতিল ইকবাল খান

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান প্রার্থী ইকবাল খানের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কর্মকর্তা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল খান উপজেলার কদমতলী বাজার এলাকার জনতা ব্যাংক দিঘড় শাখায় ২২ লাখ টাকা ঋণ নেন। যা তিনি নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পরিশোধ করেননি। ফলে নির্বাচন কমিশন ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।

ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।