ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এক ভোটও পড়েনি নৌকায়!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
এক ভোটও পড়েনি নৌকায়! ফাইল ছবি।

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চিলমারীর চরের একটি কেন্দ্রে নৌকা প্রতীকে কোনো ভোট পড়েনি। সেখানে ভোট দিয়েছেন এক হাজার ৪৪৬ জন ভোটার।

আবার একই ইউনিয়নের নয়টি কেন্দ্রে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. জহুরুল ইসলাম ভোট পেয়েছেন মাত্র দুটি। তার নিজ পরিবারের সদস্যদের ভোটও তিনি পাননি।

মো. নুরুজ্জামান নামের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ভোট পেয়েছেন মাত্র চারটি। এ ইউনিয়নে নৌকা প্রতীকের পরাজয় হয়েছে। জয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে দৌলতপুরের চিলমারী ইউনিয়নের জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে কোনো ভোট পড়েনি। এ নিয়ে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতারা।

ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ৫৪৬টি। মোট ভোট পড়েছে এক হাজার ৪৪৬টি, যা প্রায় ৯৪ শতাংশ। এর মধ্যে এক হাজার ৪২৭টি ভোট পেয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী। বাকি ১৯টি ভোট বাতিল হয়েছে।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আহমেদ।

জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুন্য হওয়ার বিষয়ে তিনি বলেন, ওই কেন্দ্রসহ আরো বেশ কয়েকটি কেন্দ্র থেকে নৌকার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। মোটরসাইকেল প্রতীকের লোকজন সব ভোট নিয়ে গেছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

চিলামারী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সৈয়দ আহমেদ, মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে মো. জহুরুল ইসলাম এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

‌বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।