ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনসিসি ভোট: কাউন্সিলর পদে মনোনয়ন নিলেন ৯৭ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
এনসিসি ভোট: কাউন্সিলর পদে মনোনয়ন নিলেন ৯৭ জন

ঢাকা: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ৯৭ জন সম্ভাব্য প্রার্থী।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান সোমবার (৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ পর্যন্ত কাউন্সিলর পদে ৯৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন মনোনয়নপত্র নিয়েছেন।

আর মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন তিন সম্ভাব্য প্রার্থী। তারা হলেন- মো. শাখাওয়াত হোসেন খান, এটিএম কামাল ও মো. রাশেদ ফেরদৌস।  

গত ৩০ নভেম্বর এনসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ হবে আগামী ১৬ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।