ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কোটালীপাড়ার কুশলা ও কলাবাড়ী ইউপি ভোট ৫ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
কোটালীপাড়ার কুশলা ও কলাবাড়ী ইউপি ভোট ৫ জানুয়ারি

ঢাকা: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ও কলাবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পুনর্তারিখ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ৫ জানুয়ারি এই দুই ইউপিতে ভোটগ্রহণ করা হবে।

 

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, কুশলা ও কলাবাড়ী ইউপির ভোট যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল, সেখান থেকেই আবার কার্যক্রম শুরু করতে হবে। পঞ্চম ধাপের ইউপি ভোটের সঙ্গে এই ইউপির ভোটগ্রহণের জন্য সিদ্ধান্ত দিয়েছে কমিশন।  

পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ করবে ইসি।  

এর আগে চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৪২ ইউপির ভোটগ্রহণ করবে সংস্থাটি। ইতোমধ্যে তিন ধাপের ইউপি ভোট সম্পন্ন হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।