ঢাকা: আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যারা দায়িত্ব পালন করতে অনিচ্ছুক কেবল তারাই এ সুযোগ পাচ্ছেন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতোমধ্যে জেলা প্রশাসক, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য নির্দেশনা পাঠানো হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্দেশনায় বলা হয়েছে, চতুর্থ ধাপের ভোটের জন্য নির্ধারিত ২৬ ডিসেম্বর, বড় দিনের পরবর্তী দিন হওয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী থেকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে যারা দায়িত্ব পালন করতে ইচ্ছুক হবেন না, তাদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন কমিশন। একইভাবে যারা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের ক্ষেত্রেও বিকল্প পদ্ধতিতে বড় দিনে নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। চতুর্থ ধাপে ৮৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ২৯৫ জন প্রার্থী।
নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৮ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন ও সাধারণ সদস্য পদে ১৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ধাপে চেয়ারম্যান পদে ৩ হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ৫১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী ভোটের লড়াই করবেন। চেয়ারম্যান পদে এ ধাপে ১৬টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী সংখ্যা তিন-চতুর্থাংশ।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
ইইউডি/আরবি