ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিকের ৩ ওয়ার্ডে ব্যানার-ফেস্টুন অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
নাসিকের ৩ ওয়ার্ডে ব্যানার-ফেস্টুন অপসারণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বন্দর উপজেলার ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী বিভিন্ন ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযান পরিচালনা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে নাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

এতে সহায়তা করে জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।  

মতিয়ুর রহমান বলেন, এই ব্যানার-ফেস্টুন অপসারণ করতে প্রার্থীদের ৭২ ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু তারা তা করেনি। আমরা এখন অভিযান চালিয়ে সব অপসারণ করছি। এরপর যদি কোনো আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ