ফেনী: চতুর্থ ধাপের নির্বাচনে ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন দুই ভাই। এদের একজন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ হোসেন ও অপরজন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এম. এ তাহের।
স্থানীয় সূত্রে জানা যায়, গতবার আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন এম. এ হোসেন। এবারও তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। এখানে তার সৎ ভাই তাহের জাতীয় পার্টির প্রার্থী হয়ে লাঙ্গল প্রতীকে নিয়ে মাঠে রয়েছেন।
তাদের পক্ষে নিজ নিজ দলের নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। একই পদে এক পরিবারের দুইজন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। কেউ কাউকে ছাড় না দিয়ে একই পরিবার থেকে দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করায় বিপাকে পড়েছেন পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা।
আওয়ামী লীগের প্রার্থী এম. এ হোসেন বলেন, নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে সমৃদ্ধি। বিগত সময়ে এলাকার উন্নয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান ছিলো। উন্নয়ন ও শান্তির জন্য জনগণ আবারও নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাল্লাহ।
জাতীয় পার্টির প্রার্থী এম. এ তাহের বলেন, আমাকে অনেকে বলছেন নির্বাচন থেকে সরে আসতে। আমি কেন সরে আসবো? আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কায় নির্বাচন করছেন আর আমি লাঙ্গল মার্কায় নির্বাচন করছি। তিনিতো দুইবার চেয়ারম্যান ছিলেন, জনগন কি পেলেন আর কি পেলননা এটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন আসুন না অন্তত দুইজনে মিলে চর মজলিশপুরে নিরপেক্ষ নির্বাচন উপহার দিই।
তিনি বলেন, জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের মনোনীত ও যোগ্য লোকটিকে চেয়ারম্যান নির্বাচিত করুক। এতে এম. এ তাহের হোক আর এম. এ হোসেন হোক তাতে আমার কোন দুঃখ থাকবে না। সুস্ঠু নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হলে আমিই প্রথম ফুলের মালা দিয়ে বরণ করে নেবো।
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসএইচডি/জেডএ