নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র পদে দুইজন ও কাউন্সিলর পদে ১৩১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন খেলাফত মজলিশের এবিএম সিরাজুল মামুনসহ দুইজন।
এ তথ্য নিশ্চিত করেছেন নাসিক নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান।
জানা গেছে, মেয়র পদে ইতিমধ্যে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন। তারা হলেন, আওয়ামীলীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিশের এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলন মো জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে জয় বাংলা নাগরিক কমিটির নেতা কামরুল ইসলাম বাবু, স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ। তাদের মধ্যে খেলাফত মজলিশের এবিএম সিরাজুল মামুনসহ দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মঙ্গলবার পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ২০৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ১০৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। নাসিকে মেয়র পদ ছাড়াও ২৭ টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআইএস