ঢাকা: আগামী শনিবার (১৮ ডিসেম্বর) ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করছেন ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম।
দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে ইতোমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোটগ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪২টি ও পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে।
বেশকিছু ইউপিতে আইনি জটিলতা থাকায় এখনই ভোট হচ্ছে না। এক্ষেত্রে তিন শতাধিক ইউপিতে ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ করবে ইসি।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
ইইউডি/আরবি