সিলেট: ষষ্ঠ ধাপে সিলেটের ২৬টিসহ দেশের ২১৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার (১৮ ডিসেম্বর) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ ধাপে সিলেট জেলার ৩টি উপজেলার ১৮টি ও হবিগঞ্জের ২টি উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলী ও কামালবাজার ইউনিয়ন। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন। ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন। শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ জানুয়ারি, বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি ও ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে।
সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এনইউ/আরবি