ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কাজিপুরে বিনা ভোটে জয়ের পথে ১১ চেয়ারম্যান প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
কাজিপুরে বিনা ভোটে জয়ের পথে ১১ চেয়ারম্যান প্রার্থী

সিরাজগঞ্জ: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ১১টিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হচ্ছেন সাধারণ সদস্য পদে ৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন।

 

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ের পথে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সোনামুখী ইউনিয়ন শাহজাহান আলী, চালিতাডাঙ্গা ইউনিয়নে আতিকুর রহমান, গান্ধাইল ইউনিয়নে গোলাম হোসেন, শুভগাছা ইউনিয়নে গিয়াস উদ্দিন, কাজিপুরে কামরুজ্জামান, মাইজবাড়ী ইউনিয়নে শওকত হোসেন, খাসরাজবাড়ী ইউনিয়নে জহুরুল ইসলাম, চরগিরিশ ইউনিয়নে এস, এম জিয়াউল হক, নাটুয়ারপাড়া ইউনিয়নে আব্দুল মান্নান, তেকানী ইউনিয়নে হারুনার রশিদ এবং নিশ্চিন্তপুর ইউনিয়নে খাইরুল কবির।

তবে মনসুরনগর ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাকের সঙ্গে ভোটের মাঠে রয়েছে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক বলেন, ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭টি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩২টি এবং সাধারণ সদস্য পদে ৩৮১টি মনোনয়নপত্র জমা হয়।  

আজ মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন চেয়ারম্যান পদে ১১ জন, সাধারণ সদস্যপদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের দিনে তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।  

বাংলাদেশ সময়: ০১০৪ ঘন্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ