ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীর ১২ ইউপির ৮টিতে বিনাভোটে নৌকা জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
ফেনীর ১২ ইউপির ৮টিতে বিনাভোটে নৌকা জয়ী ফেনীর ১২ ইউপির ৮টিতে বিনাভোটে নৌকা জয়ী।

ফেনী: ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাভোটে ৮ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচিত ৮ জনের সবাই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।

তাদের মধ্যে ৭ জন বর্তমান ইউপি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

বিনাভোটে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন শর্শদী ইউপিতে জানে আলম ভূঞা, ধর্মপুর ইউপিতে শাহাদাত হোসেন সাকা, কালীদহ ইউপিতে দেলোয়ার হোসেন ডালিম, কাজীরবাগ ইউপিতে কাজী বুলবুল আহমেদ সোহাগ, ফাজিলপুর ইউপিতে মজিবুল হক রিপন, মোটবী ইউপিতে হারুন অর রশীদ, বালিগাঁও ইউপিতে মোজাম্মেল হক বাহার এবং ফরহাদ নগর ইউপিতে মোশাররফ হোসেন টিপু।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী রোববার (১৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

তন্মধ্যে ফাজিলপুর ইউনিয়নে একজন, ফরহাদনগর ইউনিয়নে দুইজন, বালিগাঁও ইউনিয়নে তিনজন ও কালীদহ ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

এর আগে ১২ ডিসেম্বর রোববার চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে মোটবী ইউপিতে ৬ চেয়ারম্যান প্রার্থী, ধর্মপুরে ২ চেয়ারম্যান প্রার্থী, শর্শদীতে ১ ও ছনুয়াতে ১ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তফসিল মোতাবেক সোমবার চুড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ