ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কোটালীপাড়ার ৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থীরা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
কোটালীপাড়ার ৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থীরা জয়ী বাম থেকে পান্না, বিজন ও সুলতান

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ, কলাবাড়ি ও কুশলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।  

হিরণ ইউপিতে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজাহারুল আলম পান্না, কলাবাড়িতে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিজন বিশ্বাস এবং কুশলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য সুলতান মাহমুদ চৌধুরী কালু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।


 
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ইলেকশন অফিসার ও রিটার্নিং অফিসার খায়রুল হাসান এ তিন চেয়ারম্যান প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।  

তিনি বলেন, এ তিন ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।  

আগামী ৫ জানুয়ারি কোটালীপাড়া উপজেলার এ তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।