সিলেট: সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর এই ইউপিগুলোতে নির্বাচন সম্পন্ন হয়।
নব-নির্বাচিত চেয়ারম্যানরা বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম।
এদিন শপথ গ্রহণ করেন-সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইছাহাক, হাটখোলার খেলাফত মজলিসের রফিকুজ্জামান, মোগলগাঁওয়ের আওয়ামী লীগের মো. হিরন মিয়া ও কান্দিগাঁওয়ের জামায়াত নেতা মো. আব্দুল মনাফ।
কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউপিতে বিজয়ী বিএনপির স্বতন্ত্র চেয়ারম্যান মো. আলমগীর আলম, তেলিখালের আওয়ামী লীগের বিদ্রোহী কাজী আব্দুল আদুদ আলফু, ইছাকলসের বিএনপি সমর্থক মো. সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রণিখাইয়ের আওয়ামী লীগের মো. ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাইয়ের মো. ইকবাল হুসেন ইমাদ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক মামুনুর রশীদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১ নভেম্বর দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের ৪৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এরমধ্যে জেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিলেটের ৩ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ২ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৪টিতে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি, একটিতে জামায়াত ও ১টিতে খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এনইউ/এসআইএস