ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নারায়ণগঞ্জে তৈমুরকে হেফাজতের সমর্থন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
নারায়ণগঞ্জে তৈমুরকে হেফাজতের সমর্থন  তৈমুর আলম খন্দকার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে, তাকে জয়ী করার শপথ নিয়ে সমর্থন জানিয়েছেন জেলা ও মহানগর হেফাজতে ইসলাম।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে তার বাড়িতে এসে কয়েক’শ হেফাজত নেতাকর্মী এ সমর্থন দেন।

এ সময় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, তৈমুর আলম খন্দকার শুধু আমাদের প্রার্থী না, তিনি পুরো নগরবাসীর প্রার্থী। তার পক্ষে সবাই আছি। এই যে নামলাম, আমরা জয় না নিয়ে ঘরে ফিরে যাবো না।

এর আগে আরও চারজন প্রার্থী নির্বাচন থেকে সরে যান। তাদের মধ্যে তিনজন তৈমুরকে সরাসরি সমর্থন দিয়ে সরে যান ও পাশে থেকে তৈমুরের পক্ষে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।