ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনের ২৪ ঘণ্টা আগে হৃদরোগে মেম্বর প্রার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
নির্বাচনের ২৪ ঘণ্টা আগে হৃদরোগে মেম্বর প্রার্থীর মৃত্যু ...

সিরাজগঞ্জ: নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র ২৪ ঘণ্টা আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ইউপি সদস্য (মেম্বর) প্রার্থী সাইদুল ইসলাম।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা গ্রামে এ ঘটনা ঘটে।

সাইদুল ইসলাম নরিনা গ্রামের মৃত আজিজুল হক সরদারের ছেলে। তিনি নরিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক জানান, মেম্বর প্রার্থী সাইদুলের চাচা ছোরমান হোসেন সর্দার (৭৭) শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান। চাচার মৃত্যুর সংবাদ পেয়ে সকালে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রসঙ্গত, চতুর্থ ধাপের নির্বাচনে রোববার (২৬ ডিসেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর, চৌহালী ও কামারখন্দ উপজেলার ২১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নেও নির্বাচন হবে।

শাহজাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, নরিনা ইউনিয়নের মেম্বর প্রার্থীর মারা গেছেন। তবে ওই ওয়ার্ডে আরও চার প্রার্থী থাকায় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।