নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) পাঁচটির মধ্যে চারটিতেই নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিন ভোট গণনার পর রাতে ফলাফল ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।
এবারের নির্বাচনে উপজেলার ১নং কামারপুকুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন সরকার (মোটরসাইকেল), ২নং কাশিরাম বেলপুকুর ইউপিতে জাকের পার্টির প্রার্থী লানছু চৌধুরী (গোলাপফুল), ৩নং বাঙালিপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ডা. শাহজাদা সরকার (নৌকা), ৪নং বোতলাগাড়ী ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান জুন (মোটরসাইকেল), ৫নং খাতামধুপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা বাবু পাইলট (মোটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এবার উপজেলার পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে আওয়ামী লীগের গলার কাঁটা হয়ে দাঁড়ায় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনএসআর