ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

হবিগঞ্জে ১১ ইউপিতে আ.লীগ ও ৯টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
হবিগঞ্জে ১১ ইউপিতে আ.লীগ ও ৯টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং ও লাখাই উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দেন ৩ লাখ ৪৬ হাজার ১২৩ জন নারী-পুরুষ।

নির্বাচনে চেয়ারম্যান পদে ১১টি ইউপিতে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ও বাকি ৯টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার রাতে কেন্দ্রগুলো থেকে প্রকাশ করা ফলাফল অনুযায়ী এ তথ্য জানা গেছে।

লাখাই উপজেলার ৬টি ইউপিতে বিজয়ী প্রার্থীরা হলেন, এক নম্বর লাখাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আরিফ আহমেদ রূপন, দুই নম্বর মোড়াকরিতে স্বতন্ত্র আবুল কাশেম মোল্লা ফয়সল, তিন নম্বর মুড়িয়াউকে স্বতন্ত্র নোমান মিয়া, চার নম্বর বামৈ স্বতন্ত্র আজাদ হোসেন ফুরুক, পাঁচ নম্বর করাবে আওয়ামী লীগ মনোনিত আব্দুল কুদ্দুছ ও ছয় নম্বর বুল্লা ইউপিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খোকন চন্দ্র গোপ।

 

বানিয়াচং উপজেলার ১৪টি ইউপিতে নির্বাচিত হয়েছেন এক নম্বর উত্তর পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মিজানুর রহমান খান, দুই নম্বর উত্তর-পশ্চিমে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দরুজ্জামান খান ধন মিয়া, তিন নম্বর দক্ষিণ-পূর্ব ইউপিতে আওয়ামী লীগ মনোনিত আরফান উদ্দিন, পাঁচ নম্বর দৌলতপুরে স্বতন্ত্র মঞ্জু কুমার দাশ, ছয় নম্বর কাগাপাশায় স্বতন্ত্র এরশাদ আলী, সাত নম্বর বড়ইউড়িতে আওয়ামী লীগ মনোনিত ফরিদ আহমেদ, আট নম্বর খাগাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাসুদ কোরাইশী মক্কি, নয় নম্বর পুকড়ায় আওয়ামী লীগ মনোনিত হাফেজ মো. শামরুল, দশ নম্বর সুবিদপুরে আওয়ামী লীগ মনোনিত প্রকৌশলী জয় কুমার দাশ, এগারো নম্বর মক্রমপুরে আওয়ামী লীগ মনোনিত আহাদ মিয়া, বারো নম্বর সুজাতপুরে স্বতন্ত্র মো. ছাদিকুর রহমান, তের নম্বর মন্দরীতে আওয়ামী লীগ মনোনিত শেখ সামছুল হক, চৌদ্দ মুরাদপুরে আওয়ামী লীগ মনোনিত শেখ মিজানুর রহমান এবং পনের নম্বর পৈলারকান্দি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১ 
এসআইএস
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।