ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটে হারলেন গোলাম রাব্বানীর মামা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
ভোটে হারলেন গোলাম রাব্বানীর মামা

মাদারীপুর: ৪র্থ ধাপে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট হয়ে গেল রোববার (২৬ ডিসেম্বর)।  

এ নির্বাচনে রাজৈরের ইশিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন সালাহ উদ্দিন আহমেদ।

যিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর মামা।

নির্বাচনের আগে বেশ কয়েক দিন ধরেই মামা সালাহ উদ্দিন আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন গোলাম রাব্বানী। রোববার দুপুরে এ নির্বাচনকে কেন্দ্র করেই প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আহত হন তিনি।  

ইশিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন মোট ১৪ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট শেষে দেখা গেল গিটার প্রতীক নিয়ে ২৫০৫ ভোট পেয়ে সালাহউদ্দীন আহমেদ পরাজিত হয়েছেন। অপরদিকে বিজয়ী প্রার্থী মোশারফ মোল্লা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৬২ ভোট। নির্বাচন অফিস সূত্র এ তথ্য জানায়।

মাদারীপুরের রাজৈর উপজেলায় এ নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি। সেজন্য প্রার্থীর সংখ্যা বেশি ছিল।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।