ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন কর্মকর্তাকে মারধর, চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
নির্বাচন কর্মকর্তাকে মারধর, চেয়ারম্যান আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে ভোটের ফলাফল নিয়ে অনিয়ম করার অভিযোগে নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকারকে মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থী এমএ কাইয়ুমকে আটক করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলা পরিষদের হলরোমে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার নিজেই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হামলার ঘটনায় প্রার্থী এমএ কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয় সুত্র জানায়, উপজেলার ডৌহাখলা ইউনিয়নে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গণনা করে কেন্দ্রে এমএ কাইয়ুমকে (ঘোড়া প্রতিক) জয়ী ঘোষণা করেন। পরে উপজেলা পরিষদে গিয়ে নৌকা প্রতিকের শহিদুল ইসলাম শহিদ সরকারকে বিজয়ী ঘোষণা করলে এমএ কাইয়ুমের সমর্থকরা নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মধ্যরাতে ঘোড়া প্রতিকের প্রার্থীর এমএ কাইয়ুমকে বিজয়ী ঘোষণা করা হয়।

এ বিষয়ে গৌরীপুর সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, এমএ কাইয়ুমের সমর্থকরা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।  

এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলতে পারবেন।

হামলা বা মারধরের ঘটনা অস্বীকার করে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ