ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পলাশবাড়ীতে একটিতে জামায়াত অপরটিতে স্বতন্ত্র বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
পলাশবাড়ীতে একটিতে জামায়াত অপরটিতে স্বতন্ত্র বিজয়ী

গাইবান্ধা: চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী (চশমা) আবু বকর ছিদ্দিক ৪ হাজার ৮৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ) সাজু প্রামানিক পেয়েছেন ৩ হাজার ২১০ ভোট।

অপরদিকে, বরিশাল ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম ৪ হাজার ১১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি (সদ্য বহিস্কৃত)।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) শামীম আহম্মেদ পেয়েছেন ৩ হাজার ৮৩২ ভোট। তিনি বরিশাল ইউনিয়ন জামায়াতের আমির।

রোববার রাত ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসার শাহীনূর আলম উপজেলা টাউন হলে এ ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।