ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কামারখন্দের ৪টিতেই নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
কামারখন্দের ৪টিতেই নৌকার জয়

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৪ ইউনিয়নের সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।  

রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা আনন্দ কুমার মণ্ডল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক খান (নৌকা) ১১ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হক তালুকদার (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৫০ ভোট। জামতৈল ইউনিয়নে নৌকার প্রার্থী মকবুল হোসেন ১০ হাজার ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৭৩ ভোট এবং রায় দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রশিদ আকন্দ (নৌকা) ৮ হাজার ৯৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মোক্তেল হোসেন চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৫৩ ভোট।  

এর আগে, ঝাঐল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।