দিনাজপুর: দিনাজপুরে ৪র্থ ধাপে রোববার (২৬ ডিসেম্বর) কাহারোল, বীরগঞ্জ ও খানসামা উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে দিনাজপুরের ২১ ইউপির মধ্যে ১১টিতেই হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
নির্বাচনের ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক।
দিনাজপুরের কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চারজন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন পরিষদে ৯৯০১ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সত্যজিৎ রায় নির্বাচিত হয়েছেন।
২নং রসুলপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সঞ্জয় কুমার মিত্র ৪৮০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান সরকার লিমন চশমা প্রতীক নিয়ে ৯৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু শাহীন মো. মনোয়ারুজ্জামান ৮৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মানিক অটোরিকশা প্রতীকে ৫৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আাতাউর রহমান বাবুল ৮৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৪র্থ ধাপের নির্বাচনে বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নয়টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদে ৮১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সত্যজিৎ রায় কার্তিক।
২নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাক আহমেদ মানিক ১১২১৫ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন।
৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান মতি ৮৮৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৪নং পাল্টাপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা তহিদুল ইসলাম মাস্টার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬৩৫৬ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন।
৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মাস্টার ৪৯১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোপাল দেব শর্মা ৭৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৯নং সাতোর ইউনিয়ন পরিষদে ৫৯৭৩ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন রাজা নির্বাচিত হয়েছেন।
১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহিন ৭২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
১১নং মরিচা ইউনিয়ন পরিষদে ৭৪৮৪ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল নির্বাচিত হয়েছেন।
এদিকে দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একজন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চার বিএনপি নেতা এবং অরাজনৈতিক এক ব্যক্তি বিজয়ী হয়েছেন।
উপজেলার ১নং আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান আনারস প্রতীকে ৬৫০২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৬৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টেলিফোন প্রতীকের বিএনপি সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম বাবুল।
৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৪৫১ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ শাহ্।
৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক চৌধুরী ৬৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৫নং ভাবকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে ৯৩১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা রবিউল আলম তুহিন।
৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে বিএনপি নেতা সাখাওয়াত হোসেন লিটন ৭৩৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসআই