ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুনামগঞ্জে ২১ ইউপির ১৪টিতে আ.লীগের পরাজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
সুনামগঞ্জে ২১ ইউপির ১৪টিতে আ.লীগের পরাজয়

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তিন উপজেলার ২১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ৭ জন, স্বতন্ত্র (বিএনপি) ৪ জন, স্বতন্ত্র (আওয়ামী বিদ্রোহী) ৯ জন,  জাতীয় পার্টির একজন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে বেসরকারীভাবে নির্বাচিতরা হলেন তারা।

পাটলী ইউনিয়নে নৌকা প্রতীকে আঙ্গুর মিয়া ৪ হাজার ৩শ’ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র(আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী সিরাজুল হক আনারস প্রতীকে ৩ হাজার ৪শ’ ৮৬ ভোট পেয়েছেন।

রানীগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকে ছদরুল ইসলাম ৭হাজার ১শ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র(আওয়ামী লীগ বিদ্রোহী) শহিদুল ইসলাম রানা আনারস প্রতীকে ৪ হাজার ২শ’ ৩৭ ভোট পেয়েছেন।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে ৫ হাজার ৬শ’ ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান চশমা প্রতীকে ৪ হাজার ৬শ’ ৮৬ ভোট পেয়েছেন।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে স্বতন্ত্র(আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী শহিদুল ইসলাম বকুল আনারস প্রতীকে ৫হাজার ১শ’ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র(আওয়ামীলীগ বিদ্রোহী) আরশ মিয়া চশমা প্রতীকে ৩ হাজার ৩শ’ ভোট পেয়েছেন।

কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রফিক আহমদ আনারস প্রতীকে ৫ হাজার ৮শ ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আলাল হোসেন রানা ৫ হাজার ১শ ৮৯ ভোট পেয়েছেন।

আশারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র(আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী আইয়ুব খান মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৫শ ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আব্দুস সত্তার ৩ হাজার ২০ ভোট পেয়েছেন।

পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মখলুছ মিয়া ঘোড়া প্রতীকে ৪ হাজার ৮শ ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারুক মিয়া চশমা প্রতীকে ৪ হাজার ৪শ’ ৭১  ভোট পেয়েছেন।

বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নে সুলোকাবাদা ইউনিয়নে নৌকা প্রতীকে নুরে আলম সিদ্দিকী তপন বিজয়ী হয়েছেন।

এছাড়া পলাশ ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী মো. সুহেল আহমদ সুহেল, ধনপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী মো. মিলন মিয়া, দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র (বিএনপি নেতা) প্রার্থী অ্যাড. ছবাব মিয়া ও ফতেহপুর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মো. ফারুক মিয়া বিজয়ী হয়েছেন।

দিরাই উপজেলায় নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে রফিনগর ইউনিয়নে নৌকা প্রতীকে শৈলেন্দ্র কুমার তালুকদার বিজয়ী হয়েছেন।

এছাড়া করিমপুর ইউনিয়নে নৌকা প্রতীকে লিটন চন্দ্র দাস লিটু, জগদল ইউনিয়নে নৌকা প্রতীকে হুমায়ুন রশীদ লাভলু, ভাটিপাড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ, রাজা নগর ইউনিয়নে চশমা প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, চরনারচর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী পরিতোষ রায়, সরমঙ্গল ইউনিয়নে চশমা প্রতীকে স্বতন্ত্র (বিএনপি নেতা) প্রার্থী মোয়াজ্জেম হোসেন জুয়েল, তাড়ল ইউনিয়নে চশমা প্রতীকে স্বতন্ত্র(বিএনপি নেতা) প্রার্থী আলী আহমদ, কুলঞ্জ ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী একরার হোসেন বিজয়ী হয়েছেন। বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ